মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। টাইগ্রেস অলরাউন্ডারের রেকর্ডের ম্যাচে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে গড়ানো রোমাঞ্চে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হার দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩২ রান। জবাবে ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের লক্ষ্য তাড়ায় পাঠিয়ে খুব একটা খারাপ করেননি টাইগ্রেস বোলাররা। মারিজানে ক্যাপ ও কোল ট্রায়নের ফিফটিতে জয়ের ভিত পায় সাউথ আফ্রিকা। পরে মাসাবাতা ক্লাসকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন নাদিন ডি ক্লার্ক। ২৯ বলে ৩৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ক্লার্ক। মারিজানে ক্যাপ ৭১ বলে ৫৬ রান এবং কোল...