জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে না গেলে মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে এগিয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজা আবদুল্লাহ বলেন, আমরা যদি এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণ না করি, যদি আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুনভাবে না গড়ে তুলি, তাহলে আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি। তিনি বর্তমানে মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। সোমবারই গাজা থেকে হামাস ইসরায়েলের শেষ জীবিত জিম্মিদের মুক্তি দেয়, বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেয়। রাজা আবদুল্লাহ বলেন, অতীতে বহুবার শান্তিচেষ্টা ব্যর্থ হয়েছে। একমাত্র সমাধান হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক কাঠামো। অর্থাৎ পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন...