অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সুযোগ পেলেই ঘোষণা করছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে একটা ‘সেরা’ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সুরে সুর মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও বলে চলেছেন, ইতিহাসের ‘সেরা’ নির্বাচন আয়োজন করার প্রস্তুতি চলছে। নজিরবিহীন কলঙ্ক ও তামাশায় ভরপুর পর পর তিনটি জাতীয় নির্বাচন দেখে ত্যক্তবিরক্ত দেশবাসীও একটি ‘সেরা’ নির্বাচনের জন্য উন্মুুখ হয়ে অপেক্ষা করছেন। যদিও বহুল প্রত্যাশিত এ নির্বাচকে আন্তর্জাতিক মানে উন্নয়ন এবং দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা অর্জনের পথে রয়েছে ১০টি মারাত্মক চ্যালেঞ্জ। বিশেষ করে দেশব্যাপী পুলিশের নিষ্ক্রিয়তা, লুণ্ঠিত কয়েক হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া, তথ্যাকথিত ‘মব’ভীতির কারণে বিগত সরকারের সময় অপরাধের সঙ্গে যুক্ত থাকা ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে অনাগ্রহ, গণঅভুত্থানের শক্তিগুলোর মুখোমুখি অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নির্বাচন...