চলমান জেন-জি বিক্ষোভের মুখে দেশ থেকে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। রোববার ১২ অক্টোবর তিনি দেশ ছাড়েন ও সোমবার তার এই দেশ পালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে যুবসমাজের নেতৃত্বে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলে। এ পরিস্থিতির মধ্যেই তার দেশত্যাগের খবর এসেছে। দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দেশত্যাগের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি ও তারা নিশ্চিত করেছেন যে, তিনি দেশ থেকে চলে গেছেন। তবে রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি। সম্প্রতি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা। তিনি ওই সেনা সদস্যদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। ফরাসি সংবাদ মাধ্যম এএফপির...