সলিমুল্লাহ খান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশ: জাতীয় অবস্থার চালচিত্র’, ‘বেহাত বিপ্লব ১৯৭১’, ‘আদমবোমা’, ‘স্বাধীনতা ব্যবসায়’, ‘প্রার্থনা’, ‘ঠাকুরের মাৎস্যন্যায়’, ‘উৎসর্গ’, ‘গরিবের রবীন্দ্রনাথ’ এবং ‘আ মরি আহমদ ছফা’। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও যুক্তরাষ্ট্রের নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৮৩-৮৪), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (১৯৮৪-৮৬) দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর পড়াশোনা আইনশাস্ত্র, ধ্রুপদি অর্থশাস্ত্র, ফ্রয়েডীয় বিশ্লেষণ, দক্ষিণ এশিয়ার রাজনীতি, ইতিহাস ও সাহিত্য বিষয়ে। তিনি ১৯৫৮ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেরীন আরাফাত। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কোন পর্যায়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন? আর তা কীভাবে সম্ভব হয়েছিল?সলিমুল্লাহ খান:এই প্রশ্নের উত্তর দুই ভাগে দেওয়া যায়। এটা বলতে গেলে শুরু করতে হবে...