এ সময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সঙ্গে সার্বিক ব্যাপারে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে যে কোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি।জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণউল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়। শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা দেয়। সেসময় ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়, যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এ...