নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সোমবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে মদন উপজেলার জুলাইযোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের উপরে বসা আয়োজকদের সঙ্গে। এ সময় দিপু বলেন, মদন উপজেলা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে অথচ মদনের জুলাইযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে ছাত্রলীগ করা সাবেক নেতারা বসে আছেন। তারাও জুলাইযোদ্ধা। তবে এতে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছিল। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে নিবৃত্ত করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান,...