আরও একবার ভাগ্য সঙ্গ দিল না বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ সু্যোগ তৈরি করেও শেষ পর্যন্ত হেরেছিল টাইগ্রেসরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দেখা গেল একই চিত্র। প্রোটিয়াদের বিপক্ষে যেন জিততে জিততে হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ওভারের রোমাঞ্চে প্রোটিয়াদের কাছে পরাজয় বরণ করল লাল-সবুজের দল। সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে শেষ ওভারে ৮ রান তাড়া করে জয়ে তুলে নেয় প্রোটিয়ারা। এদিন দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন নাহিদা আক্তার। গোল্ডেন ডাক মেরে ফেরেন বিশ্বকাপের সেঞ্চুরিয়ান...