নারী বিশ্বকাপে আবারও জয়ের সম্ভাবনা জাগিয়েও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। থ্রিলারে পরিণত হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩ উইকেটে। শেষ দিকে জমে ওঠা ম্যাচে বাংলাদেশ বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়েছে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভিন্ন কিছু হলেও হতে পারতো। ৪৮.৫ ওভারেই যেমন নাদিন ডি ক্লার্কের ক্যাচ মিস করেন স্বর্ণা। তখনও জয়ের জন্য প্রয়োজন ৯ রান। সেই ক্যাচ মিস করার পর নাদিন দি ক্লার্কই স্নায়ু ধরে রেখে এক চার ও এক ছক্কায় ৩ বল হাতে রেখে নিশ্চিত করেন জয়। ২৩৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে প্রোটিয়াদের ৭৮ রানে ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই পরে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান মারিজান ক্যাপ (৫৬) ও ক্লোয়ে ট্রাইওন (৬২)। ক্যাপকে ফিরিয়ে ৮৫ রানের এই জুটি ভাঙেন নাহিদা। তার পরও ম্যাচের নিয়ন্ত্রণ...