এই বিষয়ে বিআরটিএর ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, পাটুরিয়া হতে ঢাকা চলাচলের জন্য মাত্র ৬৪ সেলফি গাড়ির রুট পারমিট দেয়া হয়েছে। নীলাচল পরিবহনের কোন রুট পারমিট নেই। এসব পরিবহনসহ অন্য রুট পারমিট বিহীন গাড়ি কিভাবে চলে সেটা দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সুষ্টু পরিবহন ব্যাবস্থার জন্য গাড়ির ফিটনেসসহ সব কাগজপত্র থাকা এবং দক্ষ ও লাইসেন্সধারী ড্রাইভার অত্যন্ত জরুরি বলেও তিনি মনে করেন। বিষয়গুলো বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে সেলফি পরিবহনের পরিচালক মো. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সব গাড়িরই রুট পারমিট আছে। রুট পারমিট ছাড়া গাড়ি চলেনা। অনেকের ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গার নামে রুট পারমিট নেয়া আছে। কিন্তু বেশির ভাগ সেলফিই গাবতলী হতে পাটুরিয়া পর্যন্ত চলে। এসব ব্যাপারে বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো....