জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙেছি। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া–পাওয়া নেই। মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা। আগামী নির্বাচনে জনগণ এই এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপিকে সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি ছিল জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফেরানোর। মানুষ এখন পরিবর্তন চায়। তারা মুখিয়ে আছে, যোগ্য ও তরুণ নেতৃত্বকে এগিয়ে দিতে চায়। আমরা মানুষের এই প্রত্যাশা পূরণে প্রস্তুত। আজ দিনব্যাপী উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব, নামাপাড়া,...