সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেছেন, জুলাই আন্দোলনের সময় আমিরাতে বিএনপি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ১৩টি মিছিল আয়োজন করেছিল। এর জেরে আরব আমিরাত পুলিশ ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৬ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের মধ্যে ২০০ জনেরও বেশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। আরব আমিরাত বিএনপির আহ্বায়ক হিসেবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে আমাকে। সোমবার (১৩ অক্টোবর) সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন আক্ষেপের কথা বলেন। জাকির হোসাইন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে আমি সবসময় একনিষ্ঠ সৈনিক। বিদেশে থেকেও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রবাসী ভাই-বোনদের ঐক্যবদ্ধ করা এবং মধ্যপ্রাচ্যে দেশের মানুষের কাছে সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরা ছিল আমার প্রধান কাজ। সিলেটের জকিগঞ্জ পৌরসভার খলাছড়া গ্রামের সন্তান জাকির হোসাইন দীর্ঘদিন ধরে...