আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার মাঠে এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি সোমবার রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছন। গণসংযোগে আখতার হোসেন বলেন, আমরা অতীতের ইতিহাস থেকে জানি রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন তাদের দলীয় সংসদ সদস্যরা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তারা ঢাকামুখী হয়েছেন। তৃণমূল মানুষের কথা ভুলে গেছেন। তাই বঞ্চনার শিকার হয়েছেন, কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। এদিন দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠোন বৈঠক করেন। গণসংযোগ করার সময় আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে...