জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ আন্ত: বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগের বিতার্কিত টিম। সোমবার (১৩ অক্টোবর) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকশত শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। ‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দিবে’ মোশনের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রস্তাবের বিপক্ষ দল হিসেবে ইতিহাস বিভাগের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। বিপক্ষ দলের আলোচনায় উঠে আসে দলীয় সংগঠনগুলোর শিক্ষার্থী বান্ধব ওয়েলফেয়ার পলিটিক্স ও তার প্রয়োজনীয়তার বিষয়টি। শিক্ষার্থী বান্ধব ওয়েলফেয়ার পলিটিক্সের অনুকূলে বিপক্ষ দলের বিতার্কিকদের যুক্তি উপস্থাপন শিক্ষার্থীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারি দল হিসেবে এই প্রস্তাবের পক্ষে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতার্কিকরা। বিচারক হিসেবে বক্তব্যে জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক কালচার মনে করা হয় গেস্ট রুম, টর্চার সেল এর মত...