কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমান। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম উদ্দিন ও করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। একপর্যায়ে জসিম উদ্দিন গোষ্ঠীর রুমান মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া...