দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। এ নির্বাচনে যারা নেতৃত্বে আসবেন, তাদের কাছে নিরাপদ ও নারীবান্ধব ক্যাম্পাসের প্রত্যাশা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অনেকে। তাদের ভাষ্য, নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলো দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই ইশতেহারে নারীবান্ধব ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এখন দেখার বিষয়—এই প্রতিশ্রুতিগুলোর কতটুকু বাস্তবে রূপ নেয়। পাশাপাশি আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতিও যেন কেবল ইশতেহারে সীমাবদ্ধ না থাকে, সেই প্রত্যাশাও জানিয়েছেন তারা। আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৫১৬ শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দেবেন, যার মধ্যে ছাত্রী ভোটার প্রায় ১১ হাজার ৩২৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে। প্রধান নির্বাচন কমিশনার...