দেশের বহুল আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল—কাকে বিয়ে করলেন তনি? জানা গেছে, তনির নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (De Montfort University) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তাঁর বাড়ি খুলনায়। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে স্বামীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তনি। পোস্টে তিনি লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।” অন্যদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে তনির সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, “আরও একটি বছর পেরিয়ে গেল,...