আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান- ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে এভাবেই আর্তনাদ করছিলেন। গতকাল রবিবার সন্ধ্যায় করা ওই লাইভ ভিডিওটি ফেসবুক থেকে পরে মুছে দিয়েছেন তিনি। লাইভে দেখা যায় ঘরে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এখানে সেখানে ছড়ানো ভাঙা কাঁচ, জিনিসপত্র ছড়ানো ছেটানো। একটু দূরে বসে রয়েছেন তাঁর স্বামী। অবশ্য লাইভে দাবি করছেন তাকে ডিভোর্স দিয়েছেন। লাইভে কান্নারত অবস্থায় এই উঠতি অভিনেত্রী বলেন, ‘গত মাসেই আমাকে ডিভোর্স দিয়েছে তারপরেও এই বাড়ি থেকে যাচ্ছে না, আমাকে মারধর করছে। আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘ওরা চায় পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনবো তারা খাবে। আর আমার ওপর নির্যাতন চালাবে। এসময় সানজিদা রিন্টু তাঁর হাত দেখাতে থাকেন। সেই হাতে...