নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ। জ্যোতিদের বিপক্ষে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ইনিংসের শুরুটা মোটেই ভালো ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই শূন্য রানে টাজমিন ব্রিটস আউট হন। এরপর কিছুটা স্থিতি আনেন অধিনায়ক লরা উলভার্ডট (৫৬ বলে ৩১ রান)। তবে তিনিও ধীরে রান তোলায় চাপ বাড়ে। আনেকে বোশ (২৮) ভালো ছন্দে খেললেও রিতু মনি’র বলে ক্যাচ দিয়ে ফেরেন। পরপর উইকেট হারিয়ে ২২ ওভারের মধ্যে দলের ৭৮ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। এ অবস্থায় অভিজ্ঞ মারিজান ক্যাপ (৭১ বলে ৫৬) ও ক্লোয়ি ট্রায়ন (৬৯ বলে ৬২) জুটি গড়ে দলের স্কোর টেনে তোলেন। ট্রায়ন ছিলেন আক্রমণাত্মক। ছয়টি চার ও একটি ছক্কায় তিনি খেলেন ৬২...