ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী। নতুন বাংলাদেশ হবে সুশাসন, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিকতার মেলবন্ধনে গঠিত একটি রাষ্ট্র। তিনি বলেন, উন্নত বাংলাদেশের অভিযাত্রায় রূপান্তরের মূল চালিকাশক্তি হচ্ছে রাষ্ট্রের দক্ষ, নীতিবান ও দায়িত্বশীল প্রশাসন। আর এই প্রশাসনের প্রাণ হচ্ছে নবীন কর্মকর্তারা, যারা নতুন চিন্তা, উদ্যম ও দেশপ্রেম নিয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হচ্ছেন। নৈতিক নেতৃত্ব ও দলগত কর্মস্পৃহা গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে সালেহ আহমেদ বলেন, একজন কর্মকর্তা কেবল নির্দেশ বাস্তবায়নকারী নয়, বরং তিনি পরিবর্তনের অনুঘটক। সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে’ ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে এ কথা বলেন। প্রশিক্ষণে ১১ কর্মকর্তা অংশগ্রহণ করেন। তিনি বলেন, মানুষ চায় সরকারি কর্মকর্তারা সৎ হবেন। পেশাদারিত্বের মাধ্যমে...