ঢাকা: নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙ্গিনা’ শুরু করলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। জনপ্রিয় এ ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙ্গিনা’ বাংলাদেশের মাধ্যমে প্রথমবারের মতো এশিয়ায় পদার্পণ করছে।নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক আলোচনা উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে আফ্রিকার বিভিন্ন দেশে তিন দফায় এ অংশগ্রহণমূলক গণযোগাযোগ প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) আইওএম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়-এর সহায়তায় আইওএম ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এ ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করবে। ‘সিনেমা আঙ্গিনা’ মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় ভ্রমণ করবে, যেখানে চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছাবে। জেলাভিত্তিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা...