সময়টা বাংলাদেশ দলের জন্য সহজ নয়। একের পর এক হার, র্যাংকিংয়ে পতন, আর সামনে সরাসরি বিশ্বকাপে খেলার অনিশ্চয়তা—সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে যেন হারিয়ে গেছে সেই পুরনো ধার। কিন্তু এই কঠিন সময়ে দলের ভেতর থেকে উঠল একটুকরো আশার সুর। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের কণ্ঠে ঝরল অদম্য আত্মবিশ্বাস—“আমাদের দিনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও দাঁড়াতে পারবে না!”আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব, ইনশাআল্লাহ।’বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামছেই না। কিন্তু রিশাদের চোখে দেখা যাচ্ছে টানেলের শেষে আলো। তার ভাষায়, ‘খারাপ সময় যাচ্ছে, সবাই নিজের জায়গা থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে দ্রুত বেরিয়ে আসব।’সিনিয়রদের অনুপস্থিতি নিয়েও তিনি চিন্তিত নন। বরং এটাকেই দেখছেন নতুন যাত্রার শুরু হিসেবে— ‘আসলে এটা (সিনিয়রদের অভাব)...