রাত সোয়া ১১টার দিকে কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, “একজন নারীর মরদেহ আমরা ফ্রিজের ভেতরে পেয়েছি।” পুলিশ বলছে, ওই বাসার অবস্থান কলাবাগানের লন্ডন কলেজের পাশে। জানা যায়, কলাবাগান থানাধীন ১ম লেন এলাকায় স্বামী তার স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার রাত ৯টার দিকে কলাবাগান থানাধীন ১ম লেন, বাসা নং-২৩/২৪, লন্ডন কলেজের পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম তাসলিমা আক্তার (৪২)। নিহতের স্বামী নজরুল ইসলাম, পিতা মোঃ সিরাজ মিয়া। তাদের স্থায়ী ঠিকানা গাজীপুরের সাং-বিন্দান, থানা-পূর্বছেল। পুলিশ জানায়, ভিকটিমের দুই কন্যা রাত ৮টার দিকে তাদের মায়ের অনুপস্থিতি নিয়ে...