ঢাকার মাঠে আশা পূরণ হয়নি বলে হাল ছাড়ছেন না জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ হংকং চায়নার মাঠেই চাওয়াটা পূরণ করতে উন্মুখ তিনি। প্রত্যয়ী কন্ঠে বাংলাদেশ অধিনায়ক জানান, ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ৩ পয়েন্ট চান তিনি। বাংলাদেশি পোশাক হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে আজ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। দেশের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে ওঠেছে হংকং। ১ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে বাংলাদেশ। নিভু নিভু প্রদীপে আশার আলো জ্বালাতে প্রতিপক্ষের মাঠেই দলের জ্বলে ওঠা দেখতে চান জামাল। ‘আমাদের কাজ হলো কাল তিন পয়েন্ট অর্জন করা। আমার মনে হয় না খুব ঠান্ডা থাকবে- হয়তো ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া খেলোয়াড়দের জন্য একদম উপযুক্ত। আর হংকং তো তাদের দলের জন্য সেরা...