বাটা ‘স্যু’ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে বাটা। সোমবার ১৩ অক্টোবর কোম্পানি সূত্রে জানা যায়, ফারিয়া ইয়াসমিন হবেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশী যিনি বহুজাতিক এই জুতাপণ্য কোম্পানির বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দেবেন। এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও...