মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সঞ্চয়পত্র একটি নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম। তবে শুধুমাত্র সুদের হার দেখে বিনিয়োগ না করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। বর্তমানে বাংলাদেশে সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ ও বিনিয়োগের পরিমাণ অনুযায়ী ১১% থেকে ১২.৫% পর্যন্ত। তবে ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে ধাপে ধাপে মুনাফার হার কমতে পারে। এছাড়া উৎসে কর সাধারণত ১০% আর টিআইএন না থাকলে ১৫% পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতি ১০% ছাড়িয়ে গেলে প্রকৃত মুনাফা কমে যেতে পারে। তাই বিনিয়োগের আগে বাস্তব রিটার্ন হিসাব করে নেওয়া জরুরি। সঞ্চয়পত্রের সীমা সম্পর্কেও জানা গুরুত্বপূর্ণ। যেমন— 🔹 পরিবারের জন্য নারীদের সঞ্চয়পত্র: সর্বোচ্চ ৪৫ লাখ টাকা 🔹 বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর): একক নামে ৩০ লাখ, যৌথ নামে ৬০...