আগের ১২ আসরে সাতবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা বিশ্বকাপের ট্রফিটাকে যেন পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে! সময়ের পরাশক্তি ভারত এখনো শিরোপার স্বাদ পায়নি। এবার ঘরের মাঠে আটঘাট বেঁধে মাঠে নেমেছে হারমানপ্রিত কৌরের দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে তাদের শুরুটাও হয়েছিল প্রত্যাশিত। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ধাক্কা খাওয়া স্বাগতিকদের ব্যাটিং শেখাল ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! ভারতের ছুড়ে দেওয়া ৩৩০ রানের চ্যালেঞ্জ টপকে রীতিমতো নতুন ইতিহাস গড়ল স্টিভ ওয়াহ, রিকি পন্টিংয়ের দেশের মেয়েরা। বিশাখাপত্তমে ১ ওভার হাতে রেখে ৩ উইকেটের (৩৩১/৭) স্মরণীয় জয়ের রূপকার অ্যালিসা হিলি। ১০৭ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৪২ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা অভিজ্ঞ এ ওপেনার। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে এর আগে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার ৩০১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি...