মিশরের শার্ম এল-শেখে বৈঠকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বনেতারা। ট্রাম্পের পাশাপাশি চুক্তিতে সই করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এর মধ্য দিয়ে দুই বছর ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের অবসান হলো। শার্ম এল শেখে বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি ও যুদ্ধবিরতির নেপথ্যে ভূমিকার জন্য কাতার, তুরস্ক ও মিশরের নেতাদের ধন্যবাদ জানান তিনি। চুক্তি সইয়ের এই অনুষ্ঠানে হামাস বা ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। গাজায় যুদ্ধবিরতির এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল হামলা বন্ধ হবে এবং সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা সহজ হবে। এ...