ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ বিশ্ব তায়কোয়ান্দো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যা¤িপয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। ৩ থেকে ১৩ অক্টোবর এই টুর্নামেন্টে ৭৬টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ৭টি পদক জয় করেছেন বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিরা।বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় সান্তনা রানী রায়ের নেতৃত্বে নারী ও পুরুষের ৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও ¯েপার্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক জয় করে। যা বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম সেরা তায়কোয়ান্দো সাফল্য। বাংলাদেশ প্রতিনিধি দল আজ দেশে ফিরবে।তায়কোয়ান্দো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) দলের নেতৃত্বে থাকা সান্তনা রানী রায় ইতালি থেকে জানান, নারীদের তায়কোয়ন্দো চ্যা¤িপয়নশিপে ভেটেরান ফিমেল ক্যাটাগরির ৩৫-৪৪ বছর বয়সে ৭৭ কেজি ওজন শ্রেণির ১ম হতে ৪র্থ ব্ল্যাক বেল্ট’এ তিনি (সান্তনা রানী)...