প্রযুক্তির সহায়তা নিয়ে টেকসই প্রবৃদ্ধির অর্জনের পথ দেখিয়ে অর্থনীতিতে চলতি বছরের নোবেল পুরস্কার পাচ্ছেন তিন গবেষক। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী হিসেবে জোয়েল মোকিয়ার, ফিলিপ অ্যাঁগিও, পিটার হাওইটের নাম ঘোষণা করে। পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। বিজয়ীরা হলেন জোয়েল মোকিয়ার, ফিলিপ অ্যাঁগিও এবং পিটার হাওইট পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং কীভাবে তা সমৃদ্ধিকে প্রভাবিত করে, সেই গবেষণার জন্য গতবছর তিন অর্থনীতিবিদ ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসনকে অর্থনীতির নোবেল দেয়া হয়। এ বছর পুরস্কারের অর্ধেকটা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ইভানস্টনের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়েল মোকিয়ার। ১৯৪৬ সালে নেদারল্যান্ডসের লাইডেনে জন্ম নেয়া এই অর্থনীতিবিদ...