স্পিনার মুথুসামির ঘূর্ণিতে ১৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামির ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। জবাবে সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২১৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে প্রোটিয়ারা। লাহোরে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১৩ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন দলের রান ৫ উইকেটে ৩৬২ তে নিয়ে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। এরপর মুথুসামির ঘূর্ণিতে ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৫ উইকেটের ৪টি নেন মুথুসামি। আগের দিন ২ উইকেট শিকার করেছিলেন তিনি। এতে ইনিংসে মুথুসামির বোলিং ফিগার দাঁড়ায় ৩২ ওভারে ১১৭ রানে ৬ উইকেট।...