বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সংক্রান্ত সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকেছেন। ফলে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৬৭৯ ডলারে লেনদেন হয়েছে। সেশনের শুরুতে দাম সর্বকালের সর্বোচ্চ ৪,৭৮৫ ডলারে পৌঁছায়। ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৯৩৫ ডলারে বিক্রি হচ্ছে। স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও ইতিহাসে সর্বোচ্চে পৌঁছেছে। স্পট মার্কেটে রুপার দাম ২.৬ শতাংশ বেড়ে ৫১.৬০ ডলারে লেনদেন হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে। ওই দিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬,৯০৬ টাকা এবং রুপার...