যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের আসন্ন সুদহার কমানোর প্রত্যাশায় সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তর ছাড়িয়েছে। একই দিনে রুপার দামও সর্বকালের উচ্চতা স্পর্শ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টা ৫০ মিনিটে (১৪৫০ জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৪ হাজার ৯৯ দশমিক ৫৫ ডলার। কিছু সময়ের জন্য মূল্য ৪ হাজার ১০৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার বাজারে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১২০ দশমিক ১০ ডলার প্রতি আউন্সে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। গত সপ্তাহে প্রথমবারের মতো এটি ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করে। ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ফেডের সুদ কমানোর...