নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই শেষ পর্যন্ত জয় অর্জনে পর্যাপ্ত হয়নি। সোমবার রাতে বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে ৩ উইকেটে জয় তুলে নিলে বাংলাদেশের সেমিফাইনাল আশা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। দলের হয়ে স্বর্ণা ৩৪ বলে দ্রুততম ফিফটি পূর্ণ করে অপরাজিত থাকেন। উদ্বোধনী ব্যাটসম্যান রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক সাবধানী শুরু করেন। শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন। অধিনায়ক জ্যোতি ৪২ বলে ৩২ রান করে দলের জন্য ভিত্তি তৈরি করেন। শেষদিকে রিতু মণি ৮ বলে ১৯ রানে স্বর্ণার সঙ্গে দ্রুত রান যোগ করে দলের মোট স্কোরকে ২৩২ পর্যন্ত নিয়ে যান। জবাবে দক্ষিণ আফ্রিকা লক্ষ্য তাড়ায় শুরুতেই...