বাংলাদেশ কংগ্রেস এবার তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। সোমবার (১৩ অক্টোবর) দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদনপত্র জমা দেন। আবেদনে দলটি উল্লেখ করেছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস ‘শাপলা’ ব্যবহার করে আসছে। প্রথম প্রচারপত্রে ন্যাচারাল ডিজাইন এবং পরে শৈল্পিক ডিজাইনে দলীয় লোগোতে শাপলার ছবি ব্যবহার করা হয়। ২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, ‘শাপলা’ জাতীয় প্রতীক হওয়ায় দলীয় প্রতীকের জন্য ব্যবহার করা যাবে না। তখন দল ‘বই’ প্রতীকের জন্য আবেদন করলেও কাগজপত্রে শাপলার ছবি যুক্ত থাকতো। পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দল নিবন্ধিত হলেও ‘ডাব’ প্রতীকের বরাদ্দ হয়। এখন বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ‘ডাব’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ দেওয়া হলে তাদের অগ্রাধিকার...