প্রত্যাবর্তনের গল্প লিখে সমতায় ফিরলেও ম্যাচ হেরেছে শেষ মিনিটের গোলে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় কয়েক সেকেন্ডের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। হতাশা কাটিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে আবারও হংকংয়ের সামনে বাংলাদেশ। এবার খেলা হবে প্রতিপক্ষের মাঠে। ম্যাচটি যেমন প্রতিশোধের, একই সঙ্গে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ হামজা-জামালদের সামনে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মোকাবিলা করবে স্বাগতিক হংকংয়ের। কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। হংকংয়ের সবচেয়ে বড় সুবিধা ঘরের মাঠ। প্রায় ৫০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশকে আবারও হারাতে প্রস্তুত দেশটি। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে শীর্ষে হংকং। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুই হারে তলানিতে বাংলাদেশ। মূলপর্বের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য...