আফ্রিকার থেকে ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঘানা। রাজধানী আক্রায় কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে ঘানা। টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস ম্যাচের একমাত্র গোলটি করেন, যা ঘানাকে বিশ্বকাপে তোলার জন্য যথেষ্ট ছিল। ম্যাচের আগে ঘানার প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট; কিন্তু জয় নিয়েই তারা কোয়ালিফিকেশন সম্পন্ন করেছে। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার মালি’র কাছে ৪-১ গোলে হেরে যায়, ফলে ঘানার পথ আরও সহজ হয়ে যায়। এই ফলাফলের মাধ্যমে ঘানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলবে। এর আগে তারা ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০২২ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। আফ্রিকা কাপ অব নেশনস ২০২৫-এ কোয়ালিফাই করতে না পারলেও এবার তারা বিশ্বকাপে ফিরছে জোরালো ভঙ্গিতে। ঘানা কোয়ালিফায়ার পর্ব শেষ করেছে মাত্র একটি পরাজয় নিয়ে এবং মোট ২৩ গোল...