মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার আকাশে উদীয়মান নক্ষত্র লামিন ইয়ামাল। তার ফুটবল ছন্দ, পরিণত সিদ্ধান্ত, আর অজস্র রেকর্ড ইতোমধ্যেই তাকে বিশ্বের নজরকাড়া ফুটবলারদের তালিকার শীর্ষে তুলে দিয়েছে। এবার সেই উজ্জ্বল প্রতিভার পিছু নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল—আর প্রস্তাবের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কোনো ক্লাব কর্মকর্তার!স্প্যানিশ সংবাদমাধ্যম Fichajes.net-এর প্রতিবেদন অনুযায়ী, আল হিলাল নাকি ইয়ামালকে দিচ্ছে অবিশ্বাস্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব (বাংলাদেশি মুদ্রায় ৫২৬০ কোটি টাকা)—সাত বছরের চুক্তির বিনিময়ে।এই পরিমাণ অর্থ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড গড়ে দিত। কিন্তু বার্সেলোনা স্পষ্ট জানিয়ে দিয়েছে— ‘লামিন ইয়ামাল বিক্রির জন্য নয়।’কাতালান ক্লাবের ভেতর থেকে জানানো হয়েছে, তারা এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। এমনকি পেলেও বিক্রির প্রশ্নই ওঠে না। ক্লাব সূত্রের ভাষায়, ‘লামিন আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রকল্পের কেন্দ্রবিন্দু। সে বিক্রির তালিকায়...