রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ওয়াশিংটন পোস্টে ফাঁস হওয়া মার্কিন নথির বরাতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা জানালেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে গুরুত্বপূর্ণ কয়েকটি আরব রাষ্ট্র। এসব দেশ হলো— বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে পাওয়া অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, ইরানের পক্ষ থেকে আসা হুমকি ইসরায়েল ও এই ছয় আরব দেশের ঘনিষ্ঠতার মূল কারণ। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ শক্তি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব...