লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ২২ গজ যেন স্পিনারদের স্বর্গরাজ্য। সেখানে পাকিস্তানের ঘূর্ণি জালে জড়িয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মার্করামদের সংগ্রহ ৬ উইকেটে ২১৬। এখনো ১৬২ রানে পিছিয়ে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে পাকিস্তান থেমেছিল ৩৭৮ রানে। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ যেন হারিয়ে ফেলেছিল ছন্দের তাল। শুরুতে রায়ান রিকেলটন (৭১) ও টনি ডি জর্জির (৮১*) ৯৪ রানের জুটি কিছুটা আশার আলো দেখালেও সেটি টিকল না বেশিক্ষণ। বাবর আজমের অসাধারণ ক্যাচে ভাঙে গুরুত্বপূর্ণ সেই জুটি। স্লিপে দাঁড়িয়ে বিদ্যুতের গতিতে ডানদিকে ডাইভ দিয়ে বল মুঠোয় পুরে নেন পাকিস্তান অধিনায়ক।আরো পড়ুন:চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানেরজয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার এরপর থেকেই প্রোটিয়া ব্যাটিংয়ে নামে ধস। ওপেনার মার্করাম নোমান আলির ঘূর্ণিতে ২০ রানে বোল্ড হন। তিন নম্বরে...