
সংশ্লিষ্টরা বলছেন, দেশের সমুদ্রসীমায় মোট ২৬টি ব্লক রয়েছে। বিভিন্ন সময়ে এসব ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হলেও পরবর্তীতে তারা কাজ ছেড়ে চলে যায়। সর্বশেষ দুটি ব্লকে কাজ করা ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। বাংলাদেশে সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয় ২০০৮ সালে। এর ধারাবাহিকতায় ২০১০ সালে দুটি ব্লকের কাজ গ্রহণ করে কনোকো ফিলিপস কোম্পানি। তবে, গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হওয়ায় কোম্পানিটি কাজ ছেড়ে চলে যায়। এরপর ২০১৪ সালে চারটি ব্লকের মধ্যে দুটি ব্লকে কাজ শুরু করে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ এবং বাকি দুটি ব্লকে কাজ শুরু করে অস্ট্রেলিয়ার সান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জির সমন্বয়ে গঠিত যৌথ কোম্পানি। পরবর্তীতে সান্তোস ২০২০ সালে কাজ ছেড়ে চলে যায় এবং আশানুরূপ ফল...