ফিফা অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফর করেছে আর্জেন্টিনা। ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ছিলেন না দলটির অধিনায়ক লিওনেল মেসি। এবার দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আকাশী-নীলরা। এই ম্যাচ খেলতে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনা শিবিরে মেসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘ আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তন সবার মনে দারুণ প্রত্যাশা তৈরি করেছে। দলে তার অন্তর্ভুক্তি দর্শকদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করবে।’ মূলত ক্লাব ব্যস্ততা থাকায় প্রথম ম্যাচে জাতীয় দলে দেখা যায়নি মেসিকে। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে খেলার সুযোগ দেন কোচ লিওনেল স্কালোনি। টেবিল টপারদের সঙ্গে জায়গা ধরে...