১৩ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম দুনিয়াজুড়ে শুরু হয়েছে সরকার বদলের ঢেউ। এবার তরুণ ও যুব প্রজন্মের (জেন জি) লাগাতার সহিংস বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।। গতকাল রবিবারই (১২ অক্টোবর) গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বলে সোমবার একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা দাবি করেছে। এদিনই সন্ধ্যায় চলতি বিক্ষোভের প্রেক্ষিতে জাতির উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা ছিল। যদিও প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার দেশত্যাগ নিয়ে খানিকটা হলেও ধোঁয়াশা থেকে গিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। মূলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দ্রি রাজায়েলিনার সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন। পরে সাধারণ মানুষও ওই বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ক্রমশই বিক্ষোভ...