গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সোমবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে অনুশীলনে সিরিয়াস বাংলাদেশের ফুটবলাররা এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে লাল-সবুজের দেশের প্রতিপক্ষ হংকং চায়না। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায়। গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের প্রথম দেখায় ৪-৩ গোলে জিতেছে হংকং। উত্তেজনায় ঠাসা ম্যাচে বাংলাদেশেরও জয়ের সম্ভাবনা ছিল। সেই আপসোস এই ম্যাচে ঘোচাতে মরিয়া হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা।দলের অধিনায়ক ও কোচ জানিয়ে দিয়েছেন, তারা জয় ছাড়া কিছুই ভাবছেন না। অভিন্ন লক্ষ্য স্বাগতিক হংকংয়েরও। আগের ম্যাচে হ্যাটট্রিক করা উইঙ্গার রাফায়েল মেরকিস এই ম্যাচের আগেও হুংকার ছেড়েছেন। এশিয়ান কাপ বাছাইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে...