ফুটবল ইতিহাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। একের পর এক দেশি কোচ বদলেও বদলায়নি ভাগ্যরেখা। অবশেষে দেশটির ফুটবল ফেডারেশন ভরসা রাখল একজন অভিজ্ঞ বিদেশি কা-ারির ওপর। দায়িত্ব তুলে দেওয়া হলো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তির হাতে। চলতি বছরের মে থেকে অভিযান শুরু করা এই কোচ রীতিমতো হুংকার দিলেন, ‘ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে চান।’ ৬০ বছরের মধ্যে এই কোচই হন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার অধীনে ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তার অধীনে ভিনিসিয়াস জুনিয়ররা সবশেষ ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। এবার আন্তর্জাতিক বিরতিতে সেলেসাওদের প্রতিপক্ষ জাপান। আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এশিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে প্রথম কোয়ালিফাই দলটি আছে দারুণ ছন্দে। তবে এখন পর্যন্ত ১৩...