সংঘবদ্ধ উপস্থিতি, সমর্থন এবং নেচে-গেয়ে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করার মাধ্যমে ম্যাচে প্রভাব ফেলার কারণে ফুটবলে দর্শকদের ‘দ্বাদশ ব্যক্তি’ বলা হয়। ঢাকায় সাত গোলের থ্রিলারের পর ফের মুখোমুখি হচ্ছে হংকং চায়না ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে হামজা চৌধুরীদের বিপক্ষে লড়তে প্রস্তুত হংকং চায়নার ‘দ্বাদশ ব্যক্তি’।কাই তাক স্টেডিয়াম নতুন রূপ পাওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির সিনিয়র জাতীয় দলের দ্বিতীয় অফিসিয়াল ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল প্রথম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে তোলা হয়েছিল মাসের প্রথম সপ্তাহে, যা ৯০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দেশটির সাত গোলের থ্রিলার জয় স্থানীয় ফুটবলামোদীদের দারুণভাবে আকৃষ্ট করছে। আয়োজকদের আশাবাদ এ ম্যাচে গ্যালারি থাকবে দর্শকে ঠাসা, যা হামজা চৌধুরীদের কাজটা আরও কঠিন করে তুলতে পারে।হংকংয়ের...