মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে একটি ভাষণ দেন। ভাষণে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করতে।এক ঘণ্টারও বেশি সময়ের বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘শুনুন, আমার একটা ধারণা আছে। মি. প্রেসিডেন্ট, আপনি কেন তাকে একটা ক্ষমা করবেন না? কয়েকটা সিগার আর কিছু শ্যাম্পেইন— কে পরোয়া করে এসব নিয়ে?’ তিনি এই মন্তব্য করেন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান প্রতারণা, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রসঙ্গে, যা নেতানিয়াহু অস্বীকার করেছেন।২০১৯ সালে তিনটি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল (প্রায় ২ লাখ ১০ হাজার ডলার) মূল্যের উপহার, যেমন শ্যাম্পেইন ও সিগার নেওয়ার অভিযোগ রয়েছে।ইসরায়েলের প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতিতে তিনি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করার ক্ষমতা রাখেন। তবে...