মাদাগাস্কারে জেনারেশন জি তথা জেন জি বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ থেকে পালিয়েছেন। সোমবার দেশটির সংসদের বিরোধী দলের নেতা এবং অন্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংসদের বিরোধী নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াকো বলেন, ‘সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেন। আমরা প্রেসিডেন্টের স্টাফের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তারা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়েছেন।’ এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, সোমবার সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এতে সাড়া না দিয়ে ফরাসি সামরিক বিমানে প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেন। সামরিক সূত্র জানায়, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। রোববার একটি ফরাসি সেনা কাসা বিমান মাদাগাস্কারের সেইন্ট মারি বিমানবন্দরে অবতরণ করে। পাঁচ মিনিট পর একটি হেলিকপ্টার...