চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের বাকি মাত্র এক দিন। প্রায় ৩৬ বছর পর হচ্ছে এ নির্বাচন। নিজেদের প্রতিনিধি বেছে নিতে শেষ মুহূর্তে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ইতোমধ্যে পাহাড়ি ও বাম শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে ‘বৈচিত্র্যের ঐক্য’। সাতটি রাজনৈতিক সংগঠনের ১১ পাহাড়ি শিক্ষার্থী ও পাঁচ নারী শিক্ষার্থীর সমন্বয়ে গড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুদর্শন চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ও সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জসিম (জশদ জাকির)। এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক লালতান সাং বম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা...