সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন জনগণের কাছে নতুন ও অপরিচিত একটি ব্যবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন , হঠাৎ করে নতুন পদ্ধতি চালু করলে জনগণ বিভ্রান্ত হবে। পিআরের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেয়া উচিত। সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে ফখরুল এ কথা বলেন। আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। জামায়াতে ইসলামীসহ ৬টি দল ওই নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলন করছে। গতকাল রোববার ঢাকায় এক আলোচনা সভায় ছয় দলের আন্দোলনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে ‘নির্বাচন বিলম্বিত করা’; তবে জনগণ এটা গ্রহণ করবে না। সোমবার গুলশানে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন,...